Site icon Jamuna Television

ইলিশ শিকারে নিষেধাজ্ঞা উঠছে মধ্যরাতে, প্রস্তুত জেলেরা

মধ্যরাতে উঠে যাচ্ছে ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা। সাগর-নদীতে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। তীর থেকে ট্রলার আর নৌকা নদীতে নামাতে ব্যস্ত জেলেরা। জেলেদের কেউ কেউ জাল মেরামত করছেন আবার কেউ নৌযানগুলোতে জাল তুলেছেন।

জেলেরা জানান, নিষেধাজ্ঞাকালীন সরকারি চাল পেলেও ধার দেনায় দিন কেটেছে তাদের। তাই তারা প্রত্যাশা করছেন কাঙ্ক্ষিত ইলিশ শিকার করে, ধারদেনা পরিশোধের মাধ্যমে ঘুরে দাঁড়াতে পারবেন তারা।

এদিকে, নিষেধাজ্ঞার সময় প্রশাসনের কঠোর অবস্থানের কারণে মা ইলিশ রক্ষা কার্যক্রম সফল হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইলিশের উৎপাদন বৃদ্ধি হবে, জেলেরাও পাবে পর্যাপ্ত মাছ এমনটাই প্রত্যাশা তাদের।

এ বিষয়ে ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জানান,রোববার রাত ১২ টার পর থেকে নদীতে মাছ শিকারে আর কোন বাঁধা নেই। অভিযান সফল হওয়ায় এবার ইলিশ আহরণের লক্ষ্যমাত্রা এক লাখ ৮৫ হাজার মেট্রিক টনের বেশি অর্জিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।

/এএস

Exit mobile version