Site icon Jamuna Television

শেষ মুহূর্তের গোলে হার মেসির মিয়ামির

শেষ মুহূর্তের গোলে আটলান্টা ইউনাইটেডের কাছে ২-১ গোলে হেরেছে ইন্টার মায়ামি। লিওনেল মেসির গোল না পাওয়ার দিনে হারের তেতো স্বাদ পেলো মেজর লিগ সকারের দলটি।

ম্যাচের ৪০ মিনিটেই ডেভিড মার্টিনেজের গোলে লিড নেয় মায়ামি। প্রথমার্ধে ১-০ তে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধের ১৮ মিনিটে উইলিয়ামসের গোলে সমতায় ফেরে আটলান্টা। তবে ম্যাচে যোগ করা অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে সিলভার গোলে নাটকীয় এক জয় পায় আটলান্টা।

এদিন চেনা ছন্দে ছিলেন না মেসি। অতিরিক্ত সময়ে বল জালে জড়ালেও তা বাতিল হয় অফ সাইডে। এমনকি হারের ম্যাচে গোল-অ্যাসিস্ট করতে পারেননি দলের বড় তারকারাও।

সব প্রতিযোগিতা মিলিয়ে প্রায় আড়াই মাস ও ১০ ম্যাচ পর এটা ইন্টার মায়ামির প্রথম হার। আগস্টের মাঝামাঝি লিগস কাপে সবশেষ হেরেছিল তারা।

/এএম

Exit mobile version