Site icon Jamuna Television

ভারতের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ

ভারতের বিরুদ্ধে অভিযোগ উঠেছে বল টেম্পারিংয়ের। ভারত এ ও অস্ট্রেলিয়া এ দলের ম্যাচে এমন অভিযোগ তুলেছে স্বাগতিক অজিরা।

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে পাঁচ ম্যাচের বর্ডার-গাভাস্কার ট্রফি খেলতে অস্ট্রেলিয়া যাবে ভারত দল। তার আগে চারদিনের আনঅফিসিয়াল ম্যাচ খেলছে ভারত এ ও অস্ট্রেলিয়া এ দল। আর সেখানেই ভারতীয় ‘এ’ দলের বিপক্ষে স্বাগতিক অজি-বাহিনী বল টেম্পারিংয়ের অভিযোগ তুলেছে।

ম্যাচের চতুর্থ দিনে আম্পায়ারের সঙ্গে আলাপকালে বল টেম্পারিং ইস্যুটি শোনা যায় স্টাম্প মাইকে। এ ব্যাপারে টুইটারে ক্রিকেট অস্ট্রেলিয়া একটি পোস্ট করে। বল টেম্পারিং ইস্যু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকে চলছে আলোচনা-সমালোচনা। যদিও ম্যাচটি ৭ উইকেটে জয় পায় অজিরা।

বিষয়টি নিয়ে পরে অস্ট্রেলিয়ান বার্তা সংস্থা এএপি জানায়, ইন্ডিয়ান উইকেটরক্ষক ইশান কিষাণকে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্টি প্রকাশ করতে দেখা যায়। তিনি বলেন, ‘এটি খুবই বাজে সিদ্ধান্ত।’ পরে আম্পায়ার প্রতিক্রিয়ায় বলেন, ‘অসন্তোষের জন্য তোমার নাম রিপোর্টে লেখা থাকবে। তোমার আচরণ যথার্থ নয়। তোমার দলের কর্মকাণ্ডের কারণেই আমরা বলটি পরিবর্তন করেছি।’

/এএম

Exit mobile version