Site icon Jamuna Television

গণফোরামে যোগ দিলেন অধ্যাপক আবু সাইয়িদ

ফেসবুকে থেকে সংগৃহিত

গণফোরামে যোগ দিয়েছেন আওয়ামী লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী আবু সাইয়িদ। আজ সোমবার গণফোরামে যোগ দিয়ে দুপুরে গণফোরামের আরামবাগ অফিস থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এর আগে আবু সাইয়িদ পাবনা-১ থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র কেনেন কিন্তু মনোনয়ন পাননি। আওয়ামী লীগ থেকে মনোনয়ন পায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামছুল হক টুকু।

সংস্কারপন্থী নেতা হিসেবে পরিচিত ছিলেন আবু সাইয়িদ। তিনি ১৯৯৬-২০০১ সালে আওয়ামী লীগের তথ্য প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

Exit mobile version