Site icon Jamuna Television

সচিবালয়ে গ্রেফতার ২৬ শিক্ষার্থীকে, নতুন আরেক মামলায় গ্রেফতার দেখানোর আদেশ

ফাইল ছবি

সচিবালয়ে গ্রেফতার হওয়া ২৬ শিক্ষার্থীকে এবার ঢাকা শিক্ষা বোর্ড ভাঙচুরের দায়ে নতুন মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার (৩ নভেম্বর) চকবাজার থানার মামলায় এ আদেশ দেয়া হয়।

এর আগে, শাহবাগ থানার মামলায় কারাগারে ছিলেন এই ২৬ শিক্ষার্থী। গত ২০ অক্টোবর ঢাকা শিক্ষা বোর্ডে ঢুকে ভাঙচুর ও সরকারি কাজে বাধা প্রদানের বিষয়ে চকবাজার থানায় মামলা করা হয়। আজ সেই মামলায় ২৬ জনকে গ্রেফতারের আবেদন করলে তা মঞ্জুর করে গ্রেফতারের নির্দেশ দেন আদালত।

এ বিষয়ে আইনজীবীরা বলছেন, ২৬ জন এইচএসসি শিক্ষার্থীকে জামিন না দিয়ে নতুন মামলায় গ্রেফতার দেখানো অমানবিক।

/এনকে

Exit mobile version