Site icon Jamuna Television

সালিসে মারধর করে পানিতে চুবানোর পর মারা গেলেন বৃদ্ধ

স্টাফ করেসপনডেন্ট, পটুয়াখালী:

পটুয়াখালী‌তে জমিজমা সংক্রান্ত বিষয় স্থানীয় সালিসে নুরুল ইসলাম নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে দশমিনা উপজেলার দক্ষিণ আদমপুরা গ্রামে এ ঘটনা ঘটে। তার মৃত্যুর বিষয়টি নি‌শ্চিত করেছেন দশ‌মিনা থানার ও‌সি আবদুল আ‌লিম।

পু‌লিশ জানায়, নুরুল ইসলামের ছেলে মো. শাহজাহান দীর্ঘদিন ধরে বাড়ি করার জন্য জ‌মি চেয়ে আস‌ছিল। কিন্তু জ‌মি না দেয়ায় ছেলে শাহজাহান স্থানীয় ৪-৫ জন সালিসদারের কাছে অ‌ভিযোগ করেন। রোববার স্থানীয় ইউপি মেম্বার মো. সোহাগ, স্থানীয় রহিম বেপারী, কাইয়ুম গাজী, ইয়াকুব আলী গাজী সালিসে বসেন। এ সময় সালিসকারীরা শাহজাহানকে জ‌মি দিতে বলেন। তবে এতে অপরাগতা প্রকাশ করেন শাহজাহানের বাবা নুরুল ইসলাম।‌ এ সময় সালিসকারীরা সবাই মিলে নুরুল ইসলামকে চড়থাপ্পর মেরে পাশের খালে পা‌নি‌তে চু‌বিয়ে রাখেন।

এ সময় নুরুল ইসলাম গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক তাকে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক দুপুর সোয়া বারোটার দিকে তাকে মৃত্য ঘোষণা করেন।

বিষয়টি নিয়ে দশমিনা থানার ও‌সি আবদুল আ‌লিম বলেন, মরদেহ ‍উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তু‌তি চলছে বলেও জানান তিনি।

/এনকে

Exit mobile version