Site icon Jamuna Television

খাগড়াছড়িতে স্কুলছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

প্রতীকী ছবি

স্টাফ করেসপনডেন্ট, খাগড়াছড়ি:

খাগড়াছড়ি জেলা সদরের শালবন এলাকায় ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে রফিক নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। আজ রোববার (৩ নভেম্বর) দুপুরে তাকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গ্রেফতার রফিক শালবন এলাকার বাসিন্দা।

মামলার এজাহার সুত্রে জানা যায়– ভিকটিম যে বাড়িতে থাকে, তার পাশের কক্ষে থাকতেন আসামি রফিক। শনিবার (২ নভেম্বর) দিবাগত রাতে ভিকটিমকে তার ঘরে ঘুমন্ত অবস্থায় মুখ চেপে ধরে ধর্ষণ করেন অভিযুক্ত রফিক। এরপর আজ সকালে স্কুলছাত্রী বিষয়টি তার পরিবারকে জানালে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে অভিযুক্ত যুবককে আসামি করে সদর থানায় একটি এজাহার দায়ের করেন। আসামি এর আগে কয়েকবার ভিকটিমকে ধর্ষণ করেছেন বলে এজাহারে উল্লেখ করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানিয়েছেন, আসামি যুবক ও ভিকটিম সম্পর্কে আপন চাচা-ভাতিজি। গ্রেফতার আসামিকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে বলে জানান তিনি।

/এএম

Exit mobile version