Site icon Jamuna Television

টক শোতে আসলে কী বলেছিলেন সমন্বয়ক হাসিব?

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসিব আল ইসলামকে তার একটি বক্তব্যের জন্য শোকজ করা হয়েছে। আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এরপর থেকেই মূলত আলোচনা, আদতে কী বলেছিলেন হাসিব?

একটি বেসরকারি টেলিভিশনের টক শো’তে তিনি বলেছিলেন, বিপ্লব বা গণঅভ্যুত্থান যাই বলি না কেন, কোনো সাংবিধানিক আইন মেনে হয়নি, কোনো নিয়ম মেনে হয়নি। আইন যদি মানতে যেতাম, তাহলে বিপ্লব হতো না। যদি মেট্রোরেলে আগুন দেয়া না হতো বা যদি পুলিশদের না মারা হতো, তাহলে বিপ্লব এতো সহজে অর্জিত হতো না। এত সহজে ফ্যাসিবাদের পতনও করা যেত না। পৃথিবীতে যত বিপ্লবের ইতিহাস দেখবেন না কেন, সবই কিন্তু নিয়মের বাইরে গিয়ে হয়ে থাকে।

এমন বক্তব্যের পরেই তা ভাইরাল হয়। মূলত মেট্রোরেল এবং পুলিশের অংশটুকু নিয়ে আপত্তি জানান অনেকেই। তারই পরিপ্রেক্ষিতে শেষ পর্যন্ত তার সংগঠন থেকেও তাকে শোকজ করা হয়েছে।

যদিও এমন বক্তব্য ভাইরালের পর হাসিব কিছু গণমাধ্যমে নিজের বক্তব্য স্পষ্ট করেছিলেন। বলেছিলেন, টেলিভিশন টক শোতে সময় স্বল্পতার কারণে অনেক কিছু বলা যায় না। ওই অনুষ্ঠানেও সময়ের জন্যই নিজের বক্তব্য সংক্ষিপ্ত করতে হয়েছে। আর এতেই ভুল বোঝাবুঝি তৈরি হয়। যে বিষয়টি ছড়ানো হয়েছে, তা কখনই তিনি বলতে চাননি। যারা বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করেছে, তারা আগে যদি একবার তার সঙ্গে কথা বলে নিতো, তাহলে এমন বিভ্রান্তি তৈরি হতো না বলেও মনে করেন তিনি।

/এমএমএইচ

Exit mobile version