Site icon Jamuna Television

কুষ্টিয়ায় ১০ কোটি টাকার ভারতীয় এলএসডি জব্দ

কুষ্টিয়া করেসপনডেন্ট:

কুষ্টিয়ায় মিরপুর উপজেলার পোড়দহ রেল স্টেশনে অভিযান চালিয়ে ১০ কোটি ৯৩ লাখ ১৪ হাজার টাকা মূল্যের ৫০ এমএল এর ২১ বোতল ভারতীয় এলএসডি এবং ১৯ টি কম্বল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মোর্শেদের কাছে থাকা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেসে এ অভিযান চালানো হয়।

বিজিবি জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সহকারী পরিচালক জাকিরুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি টহল দল ওই ট্রেনে তল্লাশি চালিয়ে মালিকবিহীন ৫০ এমএল এর ২১ বোতল ভারতীয় এলএসডি এবং ১৯ টি কম্বল উদ্ধার করে।

উদ্ধার হওয়া মালামাল পোড়াদহ রেলওয়ে স্টেশন থানায় সাধারণ ডায়েরি করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

/এসআইএন

Exit mobile version