Site icon Jamuna Television

চেলসির সাথে ১-১ গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড

ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির সাথে ১-১ গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এগিয়ে থেকেও শেষ পর্যন্ত লিড ধরে রাখতে পারেনি রেড ডেভিলসরা।

ওল্ড ট্রাফোর্ডে প্রথমার্ধের লড়াইয়ে খুব একটা নজর কাড়তে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি। বিক্ষিপ্তভাবে, দুই-একবার আক্রমণে উঠলেও গোলের দেখা পাচ্ছিল না কেউ।

বিবর্ণ শুরুর পর দ্বিতীয়ার্ধে লড়াইয়ের ইঙ্গিত দেয়া দুই দল। ৭০ মিনিটে সফল স্পটকিক থেকে ম্যানইউ’কে এগিয়ে নেন অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ। তবে এই আনন্দ বেশিক্ষণ ধরে রাখতে পারেনি স্বাগতিকরা।

ঠিক ৪ মিনিট পর, কর্নার হেডে ঠিকমতো বল ক্লিয়ার করতে পারেননি কাসেমিরো। বক্সের বাইরে থেকে নীচু ভলিতে বল জালে পাঠান কাইসেদো। শেষ দিকে আক্রমণ বাড়ালেও গোলের দেখা পায়নি ম্যানচেস্টার ইউনাইটেড।

শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয়েছে দুই দলকে। এই ড্রয়ে ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে ম্যানইউ। আর সমান সংখ্যক ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে চারে উঠে এসেছে চেলসি।

/এআই

Exit mobile version