Site icon Jamuna Television

দুই ট্রেনের রুট পরিবর্তনের প্রতিবাদে চুয়াডাঙ্গায় চিত্রা ট্রেন আটকে বিক্ষোভ

চুয়াডাঙ্গা করেসপনডেন্ট:

চুয়াডাঙ্গা হয়ে চলাচলকারী আন্তঃনগর বেনাপোল এক্সপ্রেস ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেন প্রত্যাহারের প্রতিবাদে ট্রেন আটকে রেখে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন চুয়াডাঙ্গাবাসী। সোমবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা রেলওস্টেশনে খুলনা থেকে ছেড়ে আসা ‌‌‘চিত্রা এক্সপ্রেস’ ট্রেনটি আটকে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা। চুয়াডাঙ্গা জেলার সর্বস্তরের জনগণের ব্যানারে কর্মসূচিটি পালিত হয়।

বিক্ষোভের সময় ‘চিত্রা এক্সপ্রেস’ ট্রেনটি ১০ মিনিট আটকে রাখা হয়। এরপর বেলা ১২টা ১০ মিনিটের দিকে বিক্ষোভকারীরা রেললাইন থেকে সরে গেলে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।

বিক্ষোভকারীরা বলেন, খুলনা থেকে ঢাকাগামী ‘সুন্দরবন এক্সপ্রেস’ এবং বেনাপোল থেকে ঢাকাগামী ‘বেনাপোল এক্সপ্রেস’ আগামী ১৫ নভেম্বর থেকে অন্য রুটে চলাচল করবে। এই দুটি ট্রেন থেকে আশপাশের কয়েকটি জেলার মানুষ রেলসেবা থেকে বঞ্চিত হবে। তারা দাবি করেন, অবিলম্বে এই রুটের ট্রেন সরিয়ে অন্যরুটে দেয়ার সিদ্ধান্ত বাতিল করা হোক।

চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টার মিজানুর রহমান জানান, এখনও রুট পরিবর্তনের বিষয়ে কোনো নির্দেশনা তাদের কাছে আসেনি। তিনি বলেন, ‘রেল মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে আমাদের কোনো লিখিত বা মৌখিক নির্দেশনা জানানো হয়নি।’

/এনকে

Exit mobile version