Site icon Jamuna Television

বাউফলে পূজা উদযাপন কমিটির সভাপতির বাড়িতে হামলার অভিযোগ

পটুয়াখালীর বাউফলে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভা পূজা উদযাপন কমিটির সভাপতি উত্তম গাঙ্গুলির বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। আজ সোমবার (৪ নভেম্বর) বাউফল উপজেলায় এ ঘটনা ঘটে।

উত্তম গাঙ্গুলি উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বেও রয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করেছে বাউফল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম ও উপপরিদর্শক মনিরুজ্জামান।

পুলিশ জানায়, উত্তম গাঙ্গুলির ছোট ভাই গৌতমের সঙ্গে আর্থিক লেনদেন সংক্রান্ত কারণে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বাসার ভেতরে কেউ প্রবেশ করেনি। বাসার দেয়ালে লাঠিসোঁটা দিয়ে আঘাত করা হয়েছে।

তবে ভুক্তভোগী পরিবারের দাবি, এটি আর্থিক লেনদেন সংক্রান্ত কোনো ঘটনা নয়। হামলাকারীরা রাতের মধ্যে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেছিল বলে অভিযোগ পরিবারটির।

/এএম

Exit mobile version