Site icon Jamuna Television

ভয়াবহ দূষণের কবলে লাহোর, প্রতিবেশী রাষ্ট্রকে দোষারোপ

ভয়াবহ বায়ু দূষণের কবলে পড়েছে পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর লাহোর। সেখানে প্রাথমিক স্কুলে সাত দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। লোকজনকে ঘরের মধ্যে থাকতে বলা হয়েছে। ভয়াবহ এ দূষণের জন্য প্রতিবেশী দেশ ভারতকে দায়ী করেছেন পাকিস্তানের এর প্রাদেশিক মন্ত্রী। খবর, ডয়চে ভেলের।

সোমবার (৪ নভেম্বর) সকালে লাহোরের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ছিল ৪২০। একিউআই ৪০০ ছুঁলেই তা স্বাস্থ্যের পক্ষে ভয়ংকর খারাপ বলা হয়। ফলে লাহোরের দূষণ শরীরের পক্ষে ভয়ংকর জায়গায় পৌঁছেছে। লাহোরের উপরে ধোঁয়াশার পুরু স্তর জমে রয়েছে। এর মূল কারণ, খড় পোড়ানো, যানবাহনের ধোঁয়া এবং শীত এসে যাওয়ায় তাপমাত্রা কিছুটা কমে যাওয়া। ফলে ধোঁয়াশাও বাড়ছে। বাতাস জোরে বইছে না বলে তা অন্যত্র যেতে পারছে না।

রোববার ও সোমবার সকালে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় লাহোর একেবারে উপরের দিকে ছিল। শহরের একিউআই বিশ্লেষণ করে আবহাওয়াবিদরা জানিয়েছেন, লাহোরে হাওয়ায় দূষিত পদার্থের পরিমাণ ভয়াবহভাবে বেড়ে গেছে। কোথাও কোথাও একিউআই প্রায় এক হাজার ছুঁয়েছে।  

পাঞ্জাবের মন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব সাংবাদিক সম্মেলন করে বলেছেন, বাচ্চাদের জন্য এ দূষণ ভয়াবহ রকমের ক্ষতিকারক। স্কুলে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। উচ্চ শ্রেণিতে থাকা পড়ুয়াদের স্বাস্থ্যের উপরেও নজর রাখা হচ্ছে।

সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে ৫০ শতাংশ কর্মীকে ওয়ার্ক ফ্রম হোম বা বাড়ি থেকে কাজ করতে বলা হয়েছে। হাসপাতালে দূষণের জন্য বিশেষ কাউন্টার থাকছে। পাঞ্জাব সরকার কারখানার থেকে বের হওয়া ধোঁয়া পরীক্ষা করার জন্য বিশেষ পুলিশ নিয়োগ করেছে।  

আওরঙ্গজেব বলেছেন,  প্রতিবেশী দেশ ভারত থেকে দূষিত বাতাস আসছে। যার ফলে লাহোরের অবস্থা আরো খারাপ হচ্ছে। সীমান্তের দুই পারে ব্যবস্থা না নিলে এ সমস্যার সমাধান হবে না। ফলে যৌথভাবে এ সমস্যার সমাধান করতে হবে।

দিওয়ালির পর দিল্লিতেও দূষণের পরিমাণ খুবই বেড়েছে। দিল্লির একিউআই সোমবার সকালে গড়ে ৪০০ ছাড়িয়ে যায়।

/এমএইচআর

Exit mobile version