Site icon Jamuna Television

ইসরায়েলি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা

ফাইল ছবি

ইসরায়েলি সামরিক ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ও রকেট ছুঁড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সোমবার (৪ নভেম্বর) মেরন সামরিক ঘাঁটিতে চালানো হয় এ হামলা।

হিজবুল্লাহ’র টার্গেট ছিলো এয়ার সার্ভেইলেন্স সিস্টেম। একইসঙ্গে হামলা চালানো হয় আয়েলেট হাসাহার, শা’আল, হাত্রজসহ বেশ কয়েকটি ইসরায়েলি বসতিতেও। এসব হামলায় কেউ হতাহত হয়েছেন কিনা, সে ব্যাপারে কোনো তথ্য জানানো হয়নি।

এর আগে, রোববার (৩ নভেম্বর) রাতে হাইফা বিমান ঘাঁটিতেও হামলার দাবি করেছে হিজবুল্লাহ’র সদস্যরা। তবে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ইসরায়েল।

এদিকে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, এক বিমান হামলায় হিজবুল্লাহ’র উচ্চপদস্থ কমান্ডার আবু আলী রিদা নিহত হয়েছে। যদিও তার মৃত্যুর সঠিক সময় জানাতে পারেনি আইডিএফ।

/এএম

Exit mobile version