Site icon Jamuna Television

কাদের মির্জার সহযোগী ‘পিচ্চি মাসুদ’ গ্রেফতার

নোয়াখালী করেসপনডেন্ট:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে হত্যা, অস্ত্র, ডাকাতিসহ ২১ মামলার পলাতক আসামি আনোয়ার হোসেন ওরফে পিচ্চি মাসুদকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৪ নভেম্বর) ভোর চারটার দিকে উপজেলার মুসাপুর ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে কোম্পানীগঞ্জ থানার পুলিশ। পরে দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

গ্রেফতার মাসুদ বসুরহাট পৌরসভার সাবেক মেয়র ও কোম্পানীগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের মির্জার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। তার বিরুদ্ধে ৫টি ডাকাতি, ৩টি মাদকসহ মোট ২১টি মামলা রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কোম্পানীগঞ্জে কাদের মির্জার ‘হেলমেট বাহিনী’র অন্যতম সদস্য ছিল পিচ্চি মাসুদ। তার বাড়ি মুসাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তবারক আলী ভূঞা বাড়ি এলাকায়। জনশ্রুতি রয়েছে, কাদের মির্জা তার থেকে ডাকাতির টাকার ভাগ পেতেন। ২০২১ সালে অস্ত্র হাতে পিচ্চি মাসুদের গুলি করার বেশ কয়েকটি ভিডিও সামাজিকমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছিল।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, পিচ্চি মাসুদকে একটি হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে পাঠানো হয়েছে।

/এএম

Exit mobile version