Site icon Jamuna Television

চুরির অভিযোগে দুই যুবককে খুঁটিতে বেঁধে রেখে মারধর, ভিডিও ভাইরাল

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় চুরির অভিযোগে দুই যুবককে খুঁটিতে বেঁধে রেখে মারধরের ঘটনা ঘটেছে। সোমবার (৪ নভেম্বর) উপজেলার দামোদরপুর ইউনিয়নের কান্তনগর বাজারে এ ঘটনা ঘটে।

ঘটনার সময় প্রত্যক্ষদর্শীর মোবাইল ফোনে ধারণ করা একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিকমাধ্যমে।

স্থানীয়রা জানায়, সোমবার বিকেলে দুলার বটেরতল নামক এলাকায় মোটসাইকেল চুরির সময় তাদের হাতেনাতে আটক করে স্থানীয় লোকজন। পরে দুই যুবককে কান্তনগর বাজারে নিয়ে এসে একটি ল্যাম্পপোস্টের খুঁটিতে রশি দিয়ে বেঁধে রাখা হয়। বেঁধে রাখা অবস্থায় তাদের ওপর মারধরের ঘটনাও ঘটে।

পরে স্থানীয়রা ঘটনাটি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও থানা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আটক করে থানায় নিয়ে যায়।

/এএম

Exit mobile version