Site icon Jamuna Television

সোহরাওয়ার্দী উদ্যানে তাবলিগ জামাতের মহাসমাবেশে জনতার ঢল

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে তাবলিগ জামাতের মাওলানা জোবায়ের হাসানের অনুসারীদের মহাসমাবেশে ঢল নেমেছে আলেম-ওলামা ও জনতার। মঙ্গলবার (৫ নভেম্বর) ভোর থেকেই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত হতে থাকেন তারা।

সমাবেশকে কেন্দ্র করে হেঁটে, নিজস্ব পরিবহন, বাস ও মেট্রোরেলে যে যেভাবে পেরেছেন সমাবেশস্থলের দিকে গিয়েছেন। সমাবেশে ঢাকার বাইরে থেকে বিপুল মানুষের আগমনে রাজধানীর প্রায় প্রতিটি স্থানেই সৃষ্টি হয়েছে যানজট। ফলে অফিসগামী মানুষজন পড়েন ভোগান্তিতে।

সমাবেশকে কেন্দ্র করে তাবলিগ জামাতের সাদপন্থি ও জোবায়েরপন্থিদের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুই পক্ষকেই বৈঠকে আমন্ত্রণ জানান। সেখানে গিয়ে সমাবেশ স্থগিত করার ঘোষণা দেন সাদপন্থিরা। তবে ওই বৈঠকে অংশ নেননি মাওলানা জোবায়ের অনুসারীরা।

/এনকে

Exit mobile version