Site icon Jamuna Television

মালয়েশিয়ায় মানব পাচারের শিকার ৬ বাংলাদেশি উদ্ধার

আহমাদুল কবির, মালয়েশিয়া:

মালয়েশিয়ায় মানব পাচারের শিকার ৬ বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। সোমবার (৪ নভেম্বর) সেলাঙ্গর রাজ্যের ক্লাং সেন্ট্রালে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা করা হয়।

গোয়েন্দা ও স্পেশাল অপারেশন ডিভিশনের অভিযানে পুত্রজায়া ইমিগ্রেশন সদর দফতর মানব পাচার সিন্ডিকেটের সাথে জড়িত ৩০ বছর বয়সী এক বাংলাদেশিকেও গ্রেফতার করেছে।

জেআইএম এক বিবৃতিতে বলেছে সিন্ডিকেট ভুক্তভোগীদের পর্যটক হিসেবে নিয়ে আসে। এরপর তাদেরকে নেয়া হয় একটি ‘ট্রানজিট হাউজে’।

আরও জানানো হয়, সিন্ডিকেটটি প্রতিটি মানুষের কাছ থেকে চার্জ ফি হিসেবে ১৫ হাজার রিঙ্গিত এবং ভুক্তভোগীকে ‘ট্রানজিট হাউজ’ থেকে ছেড়ে দেয়ার জন্য জনপ্রতি আরও ৫ হাজার রিঙ্গিত নিতো।

উদ্ধার হওয়া বাংলাদেশিরা ১৮ থেকে ৪১ বছর বয়সী। তবে তাদের নাম-পরিচয় প্রকাশ করেনি দেশটির ইমিগ্রেশন বিভাগ। পরবর্তী পদক্ষেপের জন্য তাদেরকে মালাক্কার তানজুং ক্লিং-এর একটি আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

/এনকে

Exit mobile version