Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভাগ্য গড়ে দিতে পারে ৭ রাজ্য

যুক্তরাষ্ট্রে এমন ৭টি রাজ্য রয়েছে যেগুলোই গড়ে দিতে পারে নির্বাচনের ফলাফলের সমীকরণ। কেননা, ওই ৭টি রাজ্যে জয়ী হতে পারে যেকেউ। প্রথমত, যে ৭টি রাজ্যের কথা বলা হচ্ছে, সেগুলোকে দুটি সাধারণ ভাগে ভাগ করা যেতে পারে:

প্রথমেই রয়েছে, ৩ মিডওয়েস্টার্ন ইলেকশন ব্যাটেল-গ্রাউন্ড। কথাটি শুনলে হয়তো মনে হবে যুদ্ধের ময়দান। তবে, বর্তমান সময়ে নির্বাচন যে যুদ্ধের ময়দানের আরেক নাম, সেকথা সবারই জানা।

৩ মিডওয়েস্টার্ন ইলেকশন ব্যাটেল-গ্রাউন্ড এরিয়াগুলোকে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজ ‘নীল প্রাচীর’ নামে আখ্যা দিয়েছে। পেনসিলভানিয়া, মিশিগান এবং উইসকনসিন। সাম্প্রতিক সময়ে, এই তিন রাজ্যের জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

২০১৬ সালে, ট্রাম্প যখন জয়ী হয়ে হোয়াইট হাউসে বসেন, তখন এই ৩টির রাজ্যতেই জিতেছিলেন রিপাবলিকান এই প্রার্থী। এরপর ২০২০ সালে, ডেমোক্রেট পার্টির হয়ে জো বাইডেন যখন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন, তখনও এই তিনটি রাজ্যে জিতেছিলেন। উল্লেখ্যযোগ্য বিষয় হচ্ছে, কমালা হ্যারিস যদি এই বছর তিনটিতেই জয়ী হন, তাহলে সম্ভবত তিনি প্রেসিডেন্ট হতে ইলেক্টোরাল ভোট পাবেন।

তবে, পোলগুলোর তথ্য উপাত্ত বিশ্লেষণ করলে দেখা যায়, এই ৩টি রাজ্যে এবার চরম প্রতিযোগিতা হবে। কমালা ইতোমধ্যে গর্ভপাত ইস্যু নিয়ে বেশ সরব হয়েছেন। তাছাড়াও, নারী ভোটারদের ভোটদানে অংশগ্রহণ এবারের নির্বাচনে ‘ডিসাইডিঙ ফ্যাক্টর’ হতে পারে। এছাড়াও, কৃষ্ণাঙ্গ নারীদের কাছেও ভোট চেয়েছেন কমালা।

এবার আসা যাক, বাকি ৪ রাজ্যে। এবার যেই রাজ্যগুলো নিয়ে আলোচনা, সেগুলোকে নাম দেয়া হয়েছে ৪ সান বেল্ট ইলেকশন ব্যাটেল-গ্রাউন্ড। এই রাজ্যগুলো রয়েছে অ্যারিজোনা, নেভাদা, নর্থ ক্যারোলাইনা ও জর্জিয়া।

বিশেষকরে, অ্যারিজোনা, জর্জিয়া এবং নর্থ ক্যারোলাইনা-এই ৩টি রাজ্য পূর্বে বেশ নির্ভরযোগ্য ছিলো রিপাবলিকান প্রার্থীদের জন্য। ট্রাম্প দু’বার উত্তর ক্যারোলিনা জিতেছেন। কিন্তু ২০২০ সালে ব্যবধানের কাছাকাছি ছিল। এই রাজ্যগুলোতে সবশেষ ২০০৮ সালে ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন বারাক ওবামা।

সবমিলিয়ে, পেনসিলভানিয়া, মিশিগান, উইসকনসিন, অ্যারিজোনা, নেভাদা, ক্যারোলিনা ও জর্জিয়া-এই ৭টি রাজ্যের দিকে নজর থাকবে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী কমালার।

/এআই

Exit mobile version