Site icon Jamuna Television

ইভিএম ব্যবহার হবে যে ৬টি আসনে

আসন্ন একাদশতম জাতীয় সংসদ নির্বাচনে ৬টি আসনে ইভিএম ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। যে ৬টি আসনে ইভিএম ব্যবহার করা হবে সেগুলো হলো: ঢাকা-৬ ও ১৩, চট্টগ্রাম-৯, রংপুর-৩, খুলনা-২ এবং সাতক্ষীরা-২। আজ সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে কম্পিউটার মাধ্যমে দৈবচয়ন পদ্ধতিতে আসনগুলো নির্ধারণ করা হয়।

ঢাকা-৬ আসনটি ওয়ারি, কোতোয়ালির একাংশ ও বংশালের একাংশ নিয়ে গঠিত। এই আসনে আওয়ামী লীগ ও বিএনপির এখনো কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।

ঢাকা-১৩ আসনটি মোহাম্মদপুর-আদাবর নিয়ে গঠিত। এই আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে লড়বেন সাদেক খান। এখনো বিএনপির প্রার্থী ঘোষণা হয়নি।

চট্টগ্রাম-৯ আসনটি কোতোয়ালি এলাকা নিয়ে গঠিত। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী মহিবুল হাসান চৌধুরী নওফেল। বিএনপির প্রার্থীর নাম ঘোষণা হয়নি।

রংপুর-৩ আসনটি তারাগঞ্জ ও বদরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। এই আসনে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়নি।

খুলনা-২ আসনটি খুলনা সদর ও সোনাডাঙ্গা এলাকা নিয়ে গঠিত। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী শেখ জুয়েল। বিএনপির প্রার্থী এখনো ঘোষণা করা হয়নি।

সাতক্ষীরা-২ আসনটি সাতক্ষীরা সদর উপজেলা নিয়ে গঠিত। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী মোস্তাক আহমেদ। বিএনপির প্রার্থী এখনো ঘোষণা করা হয়নি।

Exit mobile version