Site icon Jamuna Television

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। স্থানীয় সময় আজ মঙ্গলবার (৫ নভেম্বর) ভারমন্ট অঙ্গরাজ্যে ভোর পাঁচটা থেকে নির্বাচনী কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের এই অঙ্গরাজ্যটিতে সবার আগে ভোট গ্রহণ শুরু হয়েছে। ভারমন্টে ভোটগ্রহণ শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই আরও বেশ কয়েকটি অঙ্গরাজ্যে ভোট শুরু হওয়ার কথা রয়েছে। এই অঙ্গরাজ্যগুলোর মধ্যে রয়েছে নিউ ইয়র্ক, নিউ জার্সি ও ভার্জিনিয়া। তবে ভোটগ্রহণ শুরুর সময়কাল প্রতিটি অঙ্গরাজ্যেই ভিন্ন ভিন্ন। আর এরপরই মিলবে চূড়ান্ত ফল।

এই ভোটের মাধ্যমে যুক্তরাষ্ট্রের নাগরিকরা তাদের পরবর্তী প্রেসিডেন্ট বেছে নেবেন। আগামী চার বছর যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নীতিসহ বিশ্ব রাজনীতির মেরুকরণে কে প্রভাব বিস্তার করবে, এ নিয়ে বিশ্ববাসীর নজর এখন দেশটির দিকে।

মূলত ‘সুইং স্টেট’ অঙ্গরাজ্যগুলোর ভোটের ফলাফলের ওপরই নির্ভর করবে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমালা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জয়-পরাজয়। ইতোমধ্যেই ৮ কোটি ১০ লাখেরও বেশি আগাম ভোট পড়েছে।

এবারের নির্বাচনে যুক্তরাষ্ট্রে মোট ২৪ কোটি ৪০ লাখ নিবন্ধিত ভোটার রয়েছে। ইতোমধ্যেই প্রায় ৮ কোটি ২০ লাখ ভোটার আগাম ভোট দিয়েছেন।

পিউ রিসার্চ সেন্টারের ওয়েবসাইটে থাকা তথ্যানুযায়ী, ২০২০ সালে দুই-তৃতীয়াংশ (৬৬ শতাংশ) ভোটার ভোট দিয়েছিলেন। ১৯০০ সালের পর যুক্তরাষ্ট্রে কোনো জাতীয় নির্বাচনে এটাই সর্বোচ্চ ভোট।

/এএম

Exit mobile version