Site icon Jamuna Television

রংপুর মেডিকেলের অধ্যক্ষকে ওএসডি, নতুন দায়িত্বে ডা. শরিফ

রংপুর করেসপনডেন্ট:

আন্দোলনের মুখে অবশেষে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মাহফুজুর রহমানকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে ওএসডি করা হয়েছে। নতুন দায়িত্ব পেয়েছেন দিনাজপুর মেডিকেল কলেজের শিশু বিভাগের অধ্যাপক ডা. শরিফুল ইসলাম। অন্যদিকে দাবি পূরণ হওয়ায় কর্মবিরতি প্রত্যাহার করেছেন আন্দোলনকারীরা।

মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ওএসডি ও নতুন নিয়োগের এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোঃ মাহফুজার রহমানকে স্বাস্থ্য অধিদফতরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) এবং দিনাজপুর মেডিকেল কলেজে শিশু বিভাগের অধ্যাপক শরিফুল ইসলামকে রংপুর মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হলো।

অন্যদিকে দাবি পূরণ হওয়ায় আগামীকাল থেকে ২ ঘন্টার কর্মবিরতি ও রোববার থেকে শাট ডাউনের কর্মসূচি তুলে নেয়ার ঘোষণা দেন বৈষম্যবিরোধী চিকিৎসক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী আন্দোলনের মুখপাত্র ডা. শরিফুল ইসলাম মন্ডল।

এর আগে গত মঙ্গলবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইনডোর এবং আউটডোরে কর্মবিরতি পালন করেন চিকিৎসক এবং সংশ্লিষ্টরা। পরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন তারা।

উল্লেখ্য, গত ২৯ শে অক্টোবর ডাক্তার মাহফুজকে অধ্যক্ষ হিসেবে পদোন্নতি দেয়া হয়। পরেরদিনই তার কক্ষে তালা লাগিয়ে অপসারণের দাবিতে আন্দোলন শুরু হয়। আন্দোলনকারীদের অভিযোগ ছিল, ডাক্তার মাহফুজ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। এছাড়া শহীদ আবু সাঈদের ময়নাতদন্ত রিপোর্ট টেম্পারিং করতে চাপপ্রয়োগসহ ক্যাম্পাসে ছাত্রলীগকে পৃষ্ঠপোষকাতার সাথে সংশ্লিষ্ট ছিলেন তিনি।

/এমএইচ

Exit mobile version