Site icon Jamuna Television

ট্রাম্প জিতবেন— জলহস্তীর ভবিষৎবাণী

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ চলছে। ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের মাঝে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। ইতোমধ্যে দেশটির ৮ কোটি ২০ লাখের বেশি নাগরিক আগাম ভোট দিয়েছেন। যেখানে এবারের নির্বাচনে যুক্তরাষ্ট্রে মোট ২৪ কোটি ৪০ লাখ নিবন্ধিত ভোটার রয়েছেন।

ভোট শুরুর প্রাকাল্লে থাইল্যান্ডের এক জলহস্তী ভবিষৎবাণী করেছে, ফের হোয়াইট হাউজ ট্রাম্পের হচ্ছে। মঙ্গলবার (৫ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য বলা হয়েছে।

থাইল্যান্ডের চনবুড়ি এলাকার খাও খেও ওপেন চিড়িয়াখানার এই জলহস্তী ভবিষৎবাণী করে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ঝড় তুলেছে। যা বেশ ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়।

চিড়িয়াখানা কর্তৃপক্ষের শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, চার মাস বয়সী বাচ্চা জলহস্তী মু ডেংকে দুইটি ফলের ঝুড়ি দেয়া হয়। এর একটিতে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও অপরটিতে ডেমোক্র্যেট প্রার্থী কমালা হ্যারিসের নাম লেখা ছিল। এর মধ্যে ট্রাম্পের নাম লেখা ঝুড়ি থেকে ফল খেতে শুরু করে পিগমি জলহস্তী মু ডেং।

/এসআইএন/এমএন

Exit mobile version