Site icon Jamuna Television

আগাম ভোটে সামান্য এগিয়ে কমালা

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আগাম ভোটে এগিয়ে ডেমোক্রেট প্রার্থী কমালা হ্যারিস। তবে ব্যবধান খুবই সামান্য।

দেশটির দেয়া হিসাবে, আগাম ও ই-মেইলে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৭ কোটি ৮৬ লাখের বেশি নাগরিক। আগাম ভোটারদের মধ্যে ৪১ শতাংশই নিবন্ধিত ডেমোক্রেট সমর্থক। আর ট্রাম্পের দলের সমর্থকদের মধ্যে এই হার ৩৯ শতাংশ। বাকি ২০ শতাংশ অন্যান্য দলের নিবন্ধিত ভোটার।

এদিকে ভোটগ্রহণ শুরু হয়েছে আলোচনায় থাকা সুইং স্টেটগুলোতেও। এরমধ্যে, পেনসিলভানিয়ায় রয়েছে সর্বোচ্চ ৮৮ লাখ ৬০ হাজার নিবন্ধিত ভোটার। নর্থ ক্যারোলাইনায় ভোটার সংখ্যা ৭৬ লাখ। আর জর্জিয়া ও মিশিগানে রয়েছে ৭২ লাখের বেশি ভোটার। সুইং স্টেটগুলোর মধ্যে সবচেয়ে কম ভোটার নেভাদায়।

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) ভারমন্ট অঙ্গরাজ্যে ভোর পাঁচটা থেকে নির্বাচনী কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়।

এই ভোটের মাধ্যমে যুক্তরাষ্ট্রের নাগরিকরা তাদের পরবর্তী প্রেসিডেন্ট বেছে নেবেন। আগামী চার বছর যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নীতিসহ বিশ্ব রাজনীতির মেরুকরণে কে প্রভাব বিস্তার করবে, এ নিয়ে বিশ্ববাসীর নজর এখন দেশটির দিকে।

/এমএমএইচ

Exit mobile version