Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্র ‘অধিকৃত দেশ’: অবৈধ অভিবাসীদের দিকে ইঙ্গিত করে ট্রাম্প

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় আজ মঙ্গলবার (৫ নভেম্বর) ভারমন্ট অঙ্গরাজ্যে ভোর পাঁচটা থেকে নির্বাচনী কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচনের আগে আগে যুক্তরাষ্ট্রকে একটি ‘অধিকৃত দেশ’ বলে আখ্যায়িত করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (৪ নভেম্বর) একইসঙ্গে গুরুত্বপূর্ণ দোদুল্যমান অঙ্গরাজ্য পেনসিলভানিয়ায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন ট্রাম্প ও ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমালা হ্যারিস। সেখানে অবৈধ অভিবাসীদের দিকে ইঙ্গিত করে এক নির্বাচনী সমাবেশে তিনি এ মন্তব্য করেন। খবর সিএনএনের।

সমাবেশে ট্রাম্প মার্কিন নাগরিকদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, প্রতিটি ‘বেদখল হওয়া’ এলাকা উদ্ধার করুন। অনিবন্ধিত অভিবাসীদের দিকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, এগুলো সামরিক দখলদারির মতোই, তারা শুধু ইউনিফর্ম পরা নেই। এসময় তিনি ক্ষমতায় এলে অবৈধ অভিবাসীদের ব্যাপকভাবে উচ্ছেদ করার অঙ্গীকারও করেন।

সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, অভিবাসী গোষ্ঠীগুলোকে নিশানা করবেন তিনি। অভিবাসীদের নিয়ন্ত্রণে থাকা শহরগুলোর ওপর নিষেধাজ্ঞা দেবেন। কোনো অভিবাসী মার্কিন নাগরিককে হত্যা করলে তার মৃত্যুদণ্ড চাইবেন।

টানা তৃতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হয়েছেন ট্রাম্প। ২০১৬ সালেও একই বিষয় সামনে এনে তিনি নির্বাচনী প্রচার শুরু করেছিলেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী কমালা। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে এবার। নির্বাচনে জয়-পরাজয় নির্ধারণে প্রধান ভূমিকা রাখবে দেশটির সুইং স্টেট বা দোদুল্যমান অঙ্গরাজ্যগুলো।

/এএম

Exit mobile version