Site icon Jamuna Television

ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার ৬ মাসের জামিন

দুর্নীতি দমন কমিশনের মামলায় তিন বছর কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে তার আপিলও শুনানির জন্য গ্রহণ করেছেন আদালত।

সোমবার হাইকোর্টের বিচারপতি মো. শওকত হোসেনের একক বেঞ্চ এ আদেশ দেন। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আপিল করেন তিনি। আপিলে দণ্ড থেকে খালাস না চেয়ে আদেশ স্থগিত চাওয়া হয়। সেই সঙ্গে অসুস্থতার কারণে জামিন আবেদন করা হয়। এর আগে গত ২০ নভেম্বর সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার অভিযোগে দুদকের করা মামলায় ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে তিন বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়।

Exit mobile version