Site icon Jamuna Television

মহাখালী ফ্লাইওভার ব্যবহারে নতুন নির্দেশনা

সংস্কারকাজ চলমান থাকায় রাজধানীর মহাখালী ফ্লাইওভার ব্যবহারে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও মহানগর পুলিশের গুলশান ট্রাফিক বিভাগ।

মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ফ্লাইওভার ব্যবহারের বিষয়ে নির্দেশনা দেয়া হয়।

এতে উল্লেখ করা হয়, মহাখালী ফ্লাইওভারের ক্ষতিগ্রস্ত এক্সপানশন জয়েন্ট প্রতিস্থাপন কাজ চলমান রয়েছে। ৫ থেকে ১১ নভেম্বর পর্যন্ত প্রতিদিন রাত ৯টা থেকে সকাল ৮টা পর্যন্ত জাহাঙ্গীর গেট থেকে কাকলী অভিমুখী যানবাহনকে ফ্লাইওভারের নিচ দিয়ে চলাচল করার নির্দেশনা দেয়া হলো।

আরও বলা হয়, ১২ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত প্রতিদিন রাত ৯টা থেকে সকাল ৮টা পর্যন্ত কাকলী হতে জাহাঙ্গীর গেট অভিমুখী যানবাহনকে ফ্লাইওভারের নিচ দিয়ে চলাচলেরও নির্দেশনা দেয়া হয়।

/এএম

Exit mobile version