Site icon Jamuna Television

ভোট দিলেন রিপাবলিকান পার্টির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

ভোট দিয়েছেন রিপাবলিকান পার্টির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) ভোটগ্রহণ শুরুর প্রথম প্রহরেই ভোট দেন তিনি।

মার্কিন বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা গেছে, ওহাইও অঙ্গরাজ্যের সিনসিনাটির একটি ভোটকেন্দ্রে তিনি ভোট প্রয়োগ করেন। এসময় তার স্ত্রী ও সন্তানরাও সাথে ছিলেন।

ভোট প্রদান শেষে কেন্দ্রে আসা মার্কিনিদের ধন্যবাদ জানান ভ্যান্স। পাশাপাশি সবাইকে রিপাবলিকান পার্টিকে ভোট দেয়ার আহ্বানও জানান তিনি। বলেন, নির্বাচিত হলে যারা তার দলকে ভোট দেয়নি তাদের জন্যও কাজ করবেন তিনি।

/এমএইচ

Exit mobile version