Site icon Jamuna Television

আমার সমর্থকরা সহিংস নয়: ডোনাল্ড ট্রাম্প

ফাইল ছবি।

আমার সমর্থকরা সহিংস নয়। নির্বাচনে কোনো সহিংসতা হবে না- এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প জানান, তিনি কোনো সহিংসতা চান না। মঙ্গলবার (৫ নভেম্বর) ফ্লোরিডার পাম বিচে ম্যান্ডেল রিক্রিয়েশন সেন্টারে নিজের ভোট দেয়ার পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ট্রাম্প বলেন, আমি খুব আত্মবিশ্বাসী। অসংখ্য রিপাবলিকান ভোট দিচ্ছেন বলে মনে হচ্ছে। ভোটের লম্বা লাইন দেখে আমি গর্বিত। নির্বাচনে বড় জয় পেতে যাচ্ছি বলে মনে হচ্ছে। এ সময় নির্বাচন সুষ্ঠু হলে তিনি হেরে গেলেও তা মেনে নেবেন বলে জানান তিনি।

আরও পড়ুন:- নির্বাচনে আরেক দফায় ট্রাম্প হারলে কী ঘটতে পারে যুক্তরাষ্ট্রে?

এর আগে, স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) ভোর পাঁচটা থেকে ভারমন্ট অঙ্গরাজ্যের নির্বাচনী কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। এরপর পর্যায়ক্রমে আরও বেশ কয়েকটি রাজ্যে ভোটগ্রহণ শুরু হয়। এছাড়া, আলোচনায় থাকা সুইং স্টেটগুলোতেও ভোটগ্রহণ চলছে।

এবারের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হিসেবে ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাটিক প্রার্থী হিসেবে কমালা হ্যারিস প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। ইতোমধ্যে দেশটির ৮ কোটি ২০ লাখের বেশি নাগরিক আগাম ভোট দিয়েছেন। এবারের নির্বাচনে যুক্তরাষ্ট্রে মোট ২৪ কোটি ৪০ লাখ নিবন্ধিত ভোটার রয়েছেন।

/আরএইচ

Exit mobile version