Site icon Jamuna Television

স্বামী ভোট দিলেন ট্রাম্পকে, স্ত্রী কমালাকে! সংসারে শান্তির জন্য যা করেন দম্পতি

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আগাম ভোটার রয়েছে ৮ কোটিরও বেশি। এদের মধ্যে এক দম্পতি রয়েছে যারা রাজনীতিতে যারা বিপরীত মেরুর মানুষ। স্বামী রজার ট্রাম্পের সমর্থক আর স্ত্রী লরা পছন্দ করেন কমালাকে।

উইসকনসিন অঙ্গরাজ্যের মিলাওয়াকির বাসিন্দা এই বিবাহিত দম্পতি ইতোমধ্যে নিজেদের ভোট প্রয়োগ সম্পন্ন করেছেন। বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে তাদের গল্প।

যেখানে স্ত্রী লরা বলেছেন, তার আশা ছিল স্বামীকেও কমালার পক্ষে ভোট দিতে রাজি করাতে পারবেন। কিন্তু বাস্তবে তা ঘটেনি। কারণ, রজার রক্ষণশীল অবস্থান থেকে একচুলও নড়তে অনড়।

রজার বিবিসিকে বলেন, তিনি প্রার্থীদের মধ্যে ‘মন্দের ভালো’ প্রার্থী অর্থাৎ রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছেন। কারণ, তিনি একজন রক্ষণশীল এবং গর্ভপাতের বিরুদ্ধে তার কট্টর অবস্থান।

অন্যদিকে লরা জানান, আমেরিকার নারীরা ‘পেছনে ফিরে যাক’ তা তিনি চান না। অর্থাৎ, একজন রক্ষণশীল, আরেকজন তুলনামূলক উদার। তাহলে দুজন একসঙ্গে একই ছাদের নিচে থাকেন কীভাবে?

জবাবে এই দম্পতি বলেন, ঘরে তারা রাজনীতি নিয়ে যুক্তিতর্ক এড়িয়ে চলেন। সংসারে শান্তি বজায় রাখতে এই কৌশল অবলম্বন করেন এই দম্পতি। তবে লরার প্রত্যাশা, তাদের ‘বিয়ে’ একটি বিভক্ত দেশের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে।

/এমএইচ

Exit mobile version