Site icon Jamuna Television

বোমা মারার হুমকি: জর্জিয়ায় নির্বাচনকর্মী গ্রেফতার

যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় বোমা মারার হুমকি দেয়ার অভিযোগে এক নির্বাচনকর্মীকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় সময় সোমবার (৪ নভেম্বর) তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম নিকোলাস উইমবিশ (২৫)। খবর রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, চিঠির মাধ্যমে তিনি নির্বাচনী কর্মীদের বোমা মারার হুমকি দিয়েছিলেন। তাছাড়া, গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের কাছে তিনি মিথ্যা বয়ান দিয়েছেন বলেও অভিযোগ রয়েছে।

এদিকে, নিকোলাস উইমবিশ দোষী সাব্যস্ত হলে তার সর্বোচ্চ ২৫ বছরের জেল হতে পারে। তিনি গত ১৬ অক্টোবর জর্জিয়ার জোন্স কাউন্টির নির্বাচনী কার্যালয়ে নির্বাচনকর্মী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বলে জানা গেছে।

/আরএইচ

Exit mobile version