Site icon Jamuna Television

‘নির্বাচনের পরিবেশে এখনো সন্তষ্ট নয় বিকল্পধারা’

নির্বাচনের পরিবেশে এখনো সন্তষ্ট নয় বিকল্পধারা, কমিশনের সাথে তারা আবারো বসতে চায় বলে জানিয়েছেন বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী। দুপুরে বারিধারায় বিকল্পধারার চেয়ারম্যান ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর বাসভবনে বিদেশী কূটনীতিকদের সাথে বৈঠক শেষে একথা বলেন তিনি।

তিনি আরও জানান, এ বৈঠক বিভিন্ন দেশের রাষ্ট্র দূতদের সাথে নিয়মিত সাক্ষাতের অংশ, এখানে কূটনৈতিকরা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাদের সাথে পর্যালোচনা করেছেন। যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। তবে বাংলাদেশে এবার যে অংশ গ্রহণমূলক নির্বাচন হচ্ছে সেটাকে স্বাগত জানিয়েছে চীন। সকল রাজনৈতিক দলের সাথে চীন সু-সম্পর্ক চায় বলেও জানিয়েছে তারা।

চীন, অস্ট্রেলিয়া, ফ্রান্স, কানাডা, সুইডেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়নের হাইকমিশনার/রাষ্ট্রদূতরা বি. চৌধুরীর সঙ্গে তাঁর বারিধারার বাসভবনে এই সাক্ষাত করেন।

বি. চৌধুরীর সঙ্গে ছিলেন বি. চৌধুরীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী বীরবিক্রম, যুক্তফ্রন্টের মুখপাত্র ও বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য মাহী বি. চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য প্রেসিডিয়াম সদস্য এম.এম শাহীন, এইচ. এম গোলাম রেজা।

Exit mobile version