Site icon Jamuna Television

ইসারাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত বরখাস্ত

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তকে বরখাস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে টাইমস অব ইসরায়েল।

প্রতিবেদনে বলা হয়, গ্যালান্তের বিরুদ্ধে গাজা যুদ্ধে ব্যর্থতার অভিযোগ আনা হয়েছে। যুদ্ধে তিনি কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারেননি বলে দাবি করেছেন নেতানিয়াহু। এ কারণে সরকার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওপর আস্থা হারিয়েছে। তাই তাকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।

এদিকে, এরইমধ্যে দেশটির নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজকে দায়িত্ব দেয়া হয়েছে। এর আগেও তিনি মন্ত্রিসভার বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। ইসরায়েল কাৎজ প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পাওয়ায় পররাষ্ট্রমন্ত্রীর হিসেবে গিদিয়ন সার দায়িত্ব পালন করবেন।

/আরএইচ

Exit mobile version