Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রের ভোটকেন্দ্রে রাশিয়ার বোমা হামলার হুমকির বিষয়ে এফবিআই’র সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন চলাকালে ভোটকেন্দ্রে বোমা হামলার হুমকির বিষয়ে সতর্কতা জারি করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা (এফবিআই)। সংস্থাটির দাবি, ভয় দেখাতেই এসব মিথ্যা হুমকি পাঠানো হচ্ছে। খবর রয়টার্স।

এফবিআই জানায়, বিভিন্ন রুশ ইমেইল থেকে বেশ কয়েকটি হামলার হুমকি এসেছে। তবে সেগুলোর কোনোটিই বিশ্বাসযোগ্য বলে মনে হয়নি।

এদিকে, হামলার শঙ্কায় জর্জিয়ার দুইটি ভোটকেন্দ্রে সাময়িকভাবে ভোটগ্রহণ বন্ধ ছিল। খালি করে দেয়া হয় কেন্দ্র দুটি। পরে পুনরায় সেখানে ভোটদান কার্যক্রম চালু হয়।

জর্জিয়ার সেক্রেটারি অব স্টেট ব্র্যাড রাফেনস্পার্গার, আপাতত এই হুমকিগুলোতে ভয় পাওয়ার কিছু নেই। তবে জননিরাপত্তার স্বার্থে আমরা তৎপর রয়েছি। এসব মিথ্যা হুমকি দিয়ে ভয় দেখানো যাবে না।

অপরদিকে, বোমা মারার হুমকি দিয়ে জর্জিয়ায় এক নির্বাচনকর্মী গ্রেফতার হয়েছেন। হামলার হুমকি দেয়ার অভিযোগে মিশিগানেও এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

এছাড়াও, সামাজিক যোগাযোগমাধ্যমে ভোটকেন্দ্রে জঙ্গী হামলার হুমকি ও ভোট জালিয়াতির দুটি ভুয়া ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে এ বিষয়ে ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের জনগণকে সতর্ক করেছে এফবিআই।

/আরএইচ

Exit mobile version