Site icon Jamuna Television

হুমকিতে মার্কিন গণতন্ত্র, বুথফেরত জরিপে ভোটারদের মতামত

মার্কিন গণতন্ত্র হুমকির মুখে রয়েছে বলে মনে করেন দেশটির প্রায় তিন-চতুর্থাংশ ভোটার। ইডিসন রিসার্চের জাতীয় এক্সিট পোলে এমন তথ্য ওঠে এসেছে। খবর রয়টার্স।

মার্কিন ভোটারদের মধ্যে গণতন্ত্র এবং অর্থনীতি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে স্থান পেয়েছে। জরিপে দেখা গেছে ৭৩ শতাংশ ভোটার মনে করেন দেশটির গণতন্ত্র হুমকির মধ্যে রয়েছে। ২৫ শতাংশ ভোটার মনে করেন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র নিরাপদ।

এদিকে সিএনএন এক প্রতিবেদনে জানায়, এবারের নির্বাচনে ভোটারদের প্রায় এক-তৃতীয়াংশই মনে করেন অর্থনীতি ভালো অবস্থায় রয়েছে। বাকিদের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশ মনে করেন অর্থনীতি এতটা ভালো নয় এবং আরেক তৃতীয়াংশ মনে করেন অর্থনীতি খারাপ।

অপরদিকে বিবিসি এক প্রতিবেদনে জানায়, পাঁচটি বিষয়ের মধ্যে এক-তৃতীয়াংশেরও বেশি মানুষ গণতন্ত্র নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এরপর পর্যায়ক্রমে অর্থনীতি, গর্ভপাত, অভিবাসন এবং পররাষ্ট্রনীতি ইত্যাদি বিষয়গুলো প্রাধান্য পেয়েছে। প্রায় তিন-চতুর্থাংশ ভোটার গণতন্ত্র ‘খুব’ বা ‘কিছুটা’ হুমকির সম্মুখীন বলে জানিয়েছে। এছাড়া, ১০ জনের মধ্যে ভোটারের মধ্যে সাতজন মনে করেন নির্বাচন সুষ্ঠুভাবে হয়েছে। এই তথ্যটি হালনাগাদ হতে পারে বলেও জানিয়েছে বিবিসি।

/আরএইচ

Exit mobile version