Site icon Jamuna Television

মার্কিন নির্বাচন: ভোটগণনা শুরু, এগিয়ে ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ প্রায় শেষের দিকে। কয়েকঘণ্টার মধ্যে সব রাজ্যে ভোটগ্রহণ শেষ হবে। এরইমধ্যে অনেক রাজ্যে ভোটগ্রহণ শেষ হয়েছে। সেই রাজ্যগুলোতে থেকে ফলাফল আসতে শুরু করেছে।

বিবিসির তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১৯টি ইলেক্টোরাল কলেজের ভোট পেয়ে এগিয়ে রয়েছেন রিপাবলিকার প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বিপরীতে ডেমোক্রেট প্রার্থী কমালা হ্যারিস পেয়েছেন ৩টি ইলেক্টোরাল ভোট। ইন্ডিয়ানা ও কেনটাকি রাজ্যে জয় পেয়েছেন ট্রাম্প। ফলে রাজ্য দুটির ১৯টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন। কমালা হ্যারিস ভারমোন্ট রাজ্যে জিতে ৩টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন।

এদিকে, ভোটের হিসেবে কাছাকাছি রয়েছেন দুই প্রার্থী। এখন পর্যন্ত ট্রাম্প পেয়েছেন ৪০ লাখ ৯২ হাজার ৫৪২টি ভোট। কমালা হ্যারিস পেয়েছেন ৩২ লাখ ৯৬ হাজার ১৬টি ভোট।

প্রসঙ্গত, মার্কিন নির্বাচনে মোট ৫৩৮টি ইলেক্টোরাল কলেজ ভোট রয়েছে। প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে একজন প্রার্থীকে কমপক্ষে ২৭০টি ইলেক্টোরাল কলেজ ভোট পেতে হবে।

/আরএইচ

Exit mobile version