Site icon Jamuna Television

ইলেক্টোরাল কলেজ ভোট: ট্রাম্প ২৩০, কমালা ১৯২

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের এখন পর্যন্ত পাওয়া ফলাফলে ২৩০টি ইলেক্টোরাল কলেজ ভোট পেয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। অপরদিকে ডেমোক্রেট প্রার্থী কমালা হ্যারিস পেয়েছেন ১৯২টি ইলেক্টোরাল কলেজ ভোট।

আল জাজিরার পূর্বাভাস অনুযায়ী, টেক্সাস, কেন্টাকি, ওয়েস্ট ভার্জিনিয়া, ইন্ডিয়ানা, আলাবামা, ফ্লোরিডা, নর্থ ড্যাকোটা, সাউথ ডেকোটার মতো অঙ্গরাজ্যগুলোতে জিততে চলেছেন ট্রাম্প। অপরদিকে ভারমন্ট, ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া, রোড আইল্যান্ড, মেরিল্যান্ড, ডেলাওয়্যার, ইলিনয় ও ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে জয় পাচ্ছেন ডেমোক্রেটিক দলের প্রার্থী কমালা হ্যারিস।

প্রসঙ্গত, দোদুল্যমান সাতটি অঙ্গরাজ্য দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে জয়-পরাজয়ে বড় ভূমিকা রাখে। সেই রাজ্যগুলো হলো, উত্তর ক্যারোলিনা, জর্জিয়া, নেভাদা, পেনসিলভানিয়া, মিশিগান, উইসকনসিন ও অ্যারিজোনা। এই সাত রাজ্যে ইলেক্টোরাল ভোটের সংখ্যা ৯৩টি। তবে এবারের নির্বাচনে পেনসিলভানিয়া রাজ্যটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, মার্কিন নির্বাচনে মোট ৫৩৮টি ইলেক্টোরাল কলেজ ভোট রয়েছে। প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে একজন প্রার্থীকে কমপক্ষে ২৭০টি ইলেক্টোরাল কলেজ ভোট পেতে হবে।

/আরএইচ

Exit mobile version