Site icon Jamuna Television

সিনেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে রিপাবলিকানরা

যুক্তরাষ্ট্রের নির্বাচনে শেষ হয়েছে ভোট গ্রহণ। এখন চলছে ভোট গণনা। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ফলাফলে ২৪৭টি ইলেক্টোরাল কলেজ ভোট পেয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। অপরদিকে ডেমোক্রেট প্রার্থী কমালা হ্যারিস পেয়েছেন ২১০টি ইলেক্টোরাল কলেজ ভোট। সেই হিসেবে ম্যাজিক ফিগারে পৌঁছতে ট্রাম্পের আর ২৩টি ইলেক্টোরাল কলেজ ভোট প্রয়োজন। 

তবে দেশটির সংবাদমাধ্যম সিএনএন নিউজের প্রতিবেদনে অনুযায়ী, মার্কিন সিনেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে রিপাবলিকানরা।আইন প্রণয়নকে প্রভাবিত করা, বিচার বিভাগীয় নিয়োগ নিশ্চিত এবং সামগ্রিক রাজনৈতিক এজেন্ডা গঠনের জন্য সিনেটের নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সেই হিসেবে, সিনেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে নির্বাচনে ইতোমধ্যে সাফল্যর মুখ দেখছে রিপাবলিকানরা। সর্বশেষ ফল মতে, সিনেটের ১০০ টি আসনের মধ্যে ডেমোক্র্যাটরা ৪১ এবং রিপাবলিকানরা ৫১টি আসন নিশ্চিত করেছে। 

/এআই 

Exit mobile version