Site icon Jamuna Television

শেষ পর্যন্ত ট্রাম্প ভেলকিই দেখলো মার্কিন যুক্তরাষ্ট্র

অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মজা করে লিখছিলেন, ‘বয় অর গার্ল’? শেষ পর্যন্ত গার্ল হলো না। বয়-ই করলেন বাজিমাত। নির্বাচনে ২৭৭ ইলেক্টোরাল ভোট পেয়ে ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প এ যাত্রায় যাকে হারিয়েছেন, সেই ডেমোক্রেট প্রার্থী কমালা হ্যারিসের অবশ্য এ লড়াইয়ে নামারই কথা ছিল না। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনই প্রার্থী হবার সবকিছু চূড়ান্ত করে ফেলেছিলেন। শেষ পর্যন্ত ভোটের মাঠ ছেড়ে দিয়ে তার ভাইস প্রেসিডেন্টকে সমর্থন জানান প্রার্থী হিসেবে। বলা যায়, মাত্র ১০০ দিন আগে ট্রাম্পের বিপক্ষে লড়াইয়ের দৌঁড়ে নেমেছিলেন কমালা। শেষ পর্যন্ত রেসে পিছিয়ে পড়লেন। আর আবারও ইতিহাস গড়ে হোয়াইট হাউজে যাচ্ছেন ট্রাম্প।

ফক্স নিউজকে অবশ্য ট্রাম্প আগেভাগেই জয়ের বার্তা দিয়ে রেখেছিলেন। উইসকনসিন রাজ্যের ফল নিজের বাক্সে আসার সঙ্গে সঙ্গেই তিনি মোটামুটি আত্মবিশ্বাসী হয়ে ওঠেন।

ডোনাল্ড ট্রাম্প মার্কিন নাগরিকদের ধন্যবাদ জানান। বলেন, ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করার জন্য ভোটারদের প্রতি রইল শ্রদ্ধা। আমি প্রতি নাগরিকের জন্য লড়ব। আপনার এবং আপনার পরিবারের ভবিষ্যৎ নিশ্চিতের জন্য কাজ করে যাব। আমার প্রতিটা দিন হবে আপনাদের জন্য। আমার শরীরে শেষ নিশ্বাস থাকা পর্যন্ত মার্কিন শিশু ও নাগরিকদের জন্য কাজ করব, যেটা তারা প্রত্যাশা করে।

২০১৬ সালে নির্বাচিত হবার পর বিরতি দিয়ে ২০২৪-এ আবারও প্রেসিডেন্ট হলেন ট্রাম্প। তার আগে আর একজনের এমন রেকর্ড রয়েছে। ১৮৮৪ ও ১৮৯২ সালে তার মতো বিরতি দিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন গ্রোভার ক্লেভল্যান্ড।

/এমএমএইচ

Exit mobile version