Site icon Jamuna Television

ঢাবি শিক্ষককে গ্রেফতারে শিক্ষক সমিতির উদ্বেগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের সহকারি অধ্যাপক খালেদ মাহমুদকে গ্রেফতারে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। আজ রোববার সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ও সাধারণ সম্পাদক অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষক খালেদ মাহমুদকে গ্রেফতারের ঘটনায় শিক্ষক সমিতি গভীরভাবে উদ্বিগ্ন। শিক্ষক সমিতি সুষ্ঠু ও ন্যায়নিষ্ঠ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উন্মোচনের দাবি জানাচ্ছে। কোন স্বার্থনেষীমহল নিজেদের ব্যক্তি স্বার্থ ও প্রভাব প্রতিপত্তি কাজে লাগিয়ে যদি আইনের অপব্যবহার করে তাহলে তার প্রতি কঠোর দৃষ্টি দিতে সরকারের প্রতি আহ্বান জানায় সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। যাতে খালেদ মাহমুদ কোন ধরণের অবিচারের সম্মখীন না হয়।

গত ২১ নভেম্বর রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে খালেদ মাহমুদকে আটক করা হয়। পরে এক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। বর্তমানে তিনি কারাগারে আছেন।

Exit mobile version