Site icon Jamuna Television

শুরুতেই গুরবাজকে ফেরালেন তাসকিন

ফাইল ছবি

বাংলাদেশ–আফগানিস্তান প্রথম ওয়ানডে ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। তবে শুরুটা ভাল হতে দেননি তাসকিন আহমেদ। দ্বিতীয় ওভারে রহমানউল্লাহ গুরবাজকে ফেরালেন তিনি। ৭ বলে ৫ রান করে ফেরেন তিনি।

তাসকিনের বলে উইকেট থেকে বেরিয়ে ড্রাইভ খেলতে চেয়েছিলেন রহমানউল্লাহ গুরবাজ। তবে তাসকিনের ফুল লেংথের বল এজ হয়ে চলে যায় উইকেটকিপার মুশফিকুর রহিমের হাতে।

৬ ওভার শেষে ১ উইকেটে ২৯ রান তুলেছে আফগানিস্তান।

উল্লেখ্য, দুদলের ১৬বারের মুখোমুখি লড়াইয়ে অবশ্য এগিয়ে বাংলাদেশ। তাদের ১০ জয়ের বিপরীতে আফগানিস্তান জিতেছে ৬ ম্যাচে। যেখানে ঘরের মাঠে তিন সিরিজ খেলে আফগানদের হারিয়েছে দুটিতেই। তবে ২০২৩ সালে ২-১ ব্যবধানে হারতে হয়েছিলো টাইগারদের। এর আগে এই মাঠে ৬ ম্যাচ খেলে জয় নেই একটিতেও। এমনকি টি-২০ ম্যাচ খেলেও জয়ের স্বাদ পায়নি লাল-সবুজের প্রতিনিধিরা।

/এসআইএন

Exit mobile version