Site icon Jamuna Television

প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়াদের হোমওর্য়াক থাকবে না

প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়াদের কোন হোমওর্য়াক থাকবে না বলে নির্দেশিকা জারি করেছে ভারতের কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়। সেই সঙ্গে কোন ক্লাসে কোন বিষয় পড়ানো হবে তারও একটি রূপরেখা তৈরি করে দেয়া হয়েছে। বেঁধে দিয়েছে শিশুদের বহন করা স্কুল ব্যাগের ওজন।

নির্দেশিকায় বলা হয়েছে, প্রথম ও দ্বিতীয় শ্রেণির পড়ুয়ারা স্কুলে যা পড়াশোনা করবে, সেটাই যথেষ্ট। আলাদা করে বাড়ির জন্য কোনো পাঠ দেওয়া যাবে না।

নির্দেশিকা অনুযায়ী, প্রথম ও দ্বিতীয় শ্রেণির স্কুল ব্যাগ ১.৫ কেজির বেশি হবে না। এরপর তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির ক্ষেত্রে ২ থেকে ৩ কেজি, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির পড়ুয়াদের জন্য সর্বাধিক ৪ কেজি, অষ্টম ও নবম শ্রেণির জন্য ৪.৫ কেজি এবং দশম শ্রেণির পড়ুয়াদের ক্ষেত্রে সর্বোচ্চ ৫ কেজি নির্ধারিত করে দেওয়া হয়েছে ওই নির্দেশিকায়। এছাড়া ক্লাসের বইয়ের বাইরে অন্য কোনও জিনিসপত্র আনা যাবে না বলেও নির্দেশিকায় বলা হয়েছে।

Exit mobile version