Site icon Jamuna Television

ট্রাম্পকে অভিনন্দন জানাবেন কি পুতিন? যা বললো ক্রেমলিন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয় পাওয়া ডোনাল্ড ট্রাম্পকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিনন্দন জানাবেন কি না, এ বিষয়ে অবগত নন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। বুধবার (৬ নভেম্বর) নিয়মিত এক ব্রিফিংয়ে তিনি তা জানান।

ইউক্রেনের প্রতি মার্কিন সমর্থনের কথা উল্লেখ করে রুশ মুখপাত্র বলেন, ভুলে গেলে চলবে না, আমরা এমন একটি দেশের কথা বলছি, যারা আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুদ্ধে জড়িত।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ঐতিহাসিকভাবে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। যদিও ক্রেমলিন আলোচনা চায়। দেখি, জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজে ফিরে এলে কী হয়। এরপর কী হবে তা নির্ভর করছে পরবর্তী মার্কিন নেতৃত্বের ওপর।

এদিকে, খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে হোয়াইট হাউজে যাচ্ছেন ট্রাম্প। ডেমোক্র্যাট প্রার্থী কমালা হ্যারিসের বিরুদ্ধে রিপাবলিকান এ প্রার্থীর জয়ে অভিনন্দন জানাতে শুরু করেছেন বিশ্বনেতারা।

/এমএন

Exit mobile version