Site icon Jamuna Television

যমুনা টিভিতে সংবাদ প্রচারের পর সরিয়ে দেয়া হলো খুলনা সড়ক ও জনপথের তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে

যমুনা টেলিভিশনে অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রচারের পর সরিয়ে দেয়া হলো খুলনা সড়ক ও জনপথের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনিসুজ্জামান মাসুদকে। একই পদে দায়িত্ব দেয়া হয়েছে মৌলভীবাজারের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে।

বুধবার (৬ নভেম্বর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক আদেশে খুলনা সড়ক ও জনপথের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনিসুজ্জামান মাসুদকে প্রধান প্রকৌশলীর দপ্তরে ছুটি, প্রশিক্ষণ ও প্রেষণজনিত সংরক্ষিত (সিভিল) পদে সংযুক্ত করা হয়।

গত ২৫ অক্টোবর যমুনা টেলিভিশনের অনুসন্ধানী অনুষ্ঠান ইনভেস্টিগেশন থ্রি সিক্সটি ডিগ্রিতে সড়ক জনপথে ‘শেখ বাড়ি’র মাসুদ নামের পর্ব প্রচারিত হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপ সচিব রাসেল মনজুর সাক্ষরিত ওই প্রজ্ঞাপনে সওজের মোট দশ কর্মকর্তাকে বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে। সেখানে বলা হয় আগামী ৭ নভেম্বরের মধ্যে এই আদেশ বাস্তবায়ন না হলে ওই কর্মকর্তারা তাৎক্ষণিক অবমুক্ত বা স্ট্যান্ড রিলিজ বলে গণ্য হবেন।

/এটিএম

Exit mobile version