Site icon Jamuna Television

শতরান পেরোলো বাংলাদেশ

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের দেয়া ২৩৬ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। জয়ের জন্য রানা তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় টাইগার শিবির। দলীয় ১২ রানে ওপেনার তানজিদ হাসান সাজঘরে ফিরলে ক্রিজে আসেন অধিনায়ক নাজমুল শান্ত। সৌম্য সরকারকে নিয়ে গড়েন বড় জুটি। সৌম্য ফিরে গেলে মেহেদি মিরাজের সাথে জুটি বাধেন অধিনায়ক। শেষ পর্যন্ত ইনিংসের ২০তম ওভারে দলীয় শতরান পেরোয় বাংলাদেশ।

ইনিংসের শুরুতেই উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। দলীয় ১২ ও ব্যক্তিগত ৩ রানে সাজঘরে ফেরেন তনজিদ তামিম। এরপর সৌম্য-শান্তর ৫৩ রানের জুটি ভাঙেন আজমতউল্লাহ। ব্যক্তিগত ৩৩ রানে ফারুকির হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে ফেরেন সৌম্য।

এরপর ক্রিজে আসেন মেহেদি মিরাজ। সঙ্গ দিতে থাকেন অধিনায়ককে। প্রতিবেদন লিখা পর্যন্ত ২২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১১০ রান।

/এমএইচআর

Exit mobile version