Site icon Jamuna Television

চ্যাম্পিয়নস লিগে রাতে মাঠে নামবে বার্সেলোনা-বায়ার্ন-পিএসজিসহ আরও যারা

উয়েফা চ্যাম্পিয়নস লিগে রাতে অনুষ্ঠিত হবে একাধিক ম্যাচ। বুধবার (৬ নভেম্বর) দিবাগত রাত ২টায় একসাথে মাঠে গড়াবে এবারের আসরের ৭টি ম্যাচ। আলাদা ম্যাচে মাঠে নামবে বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ও পিএসজি। হাইভোল্টেজ ম্যাচ হিসেবে রয়েছে পিএসজি-অ্যাটলেটিকো মাদ্রিদ ও আর্সেনাল-ইন্টার মিলান ম্যাচ দুটি।

এছাড়া বেনফিকার প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ, বার্সেলোনার প্রতিপক্ষ সার্বিয়ান ক্লাব রেড স্টার বেলগ্রেড ও আটলান্টার বিপক্ষে মাঠে নামবে স্টুটগার্ট।

উল্লেখ্য, লিগ পর্বের এবারের আসরে টেবিলের সেরা চারে রয়েছে লিভারপুল, স্পোর্টিং সি পি, মোনাকো ও বরুশিয়া ডর্টমুন্ড। টেবিলের সেরা ৮ দল যাবে পরের রাউন্ডে। পরবর্তী ১৬ দল খেলবে প্লে-অফ।

/এমএইচআর

Exit mobile version