Site icon Jamuna Television

ট্রাম্পকে অভিনন্দন জানালেন জো বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন জো বাইডেন। বুধবার (৬ নভেম্বর) ফোন করে তিনি এ অভিনন্দন জানান বলে হোয়াইট হাউজ থেকে এক বিবৃতিতে জানানো হয়।

ওই বিবৃতিতে বলা হয়, বিজয়ী প্রার্থীর সাথে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে চান বর্তমান প্রেসিডেন্ট। এছাড়াও ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছেন হোয়াইট হাউসে।

রিপাবলিকান প্রচারণা শিবির জানিয়েছে, বাইডেনের ফোনকল পেয়ে অত্যন্ত আনন্দিত ট্রাম্প। খুব শিগগিরই বৈঠকের বিষয়ে আগ্রহী তিনি। বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ১১টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন জো বাইডেন।

যুক্তরাষ্ট্রের রীতি অনুযায়ী, নবনির্বাচিত প্রেসিডেন্টকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান বিদায়ী প্রেসিডেন্ট। তবে ২০২০ সালে জো বাইডেনের কাছে হেরে যাওয়ার পর এই রীতি পালন করেননি ট্রাম্প। ক্যাপিটল হিলে- নতুন প্রশাসনের অভিষেকের নেতৃত্বও দেন বিদায়ী প্রেসিডেন্ট। তবে বাইডেনের শপথগ্রহণ অনুষ্ঠান বর্জন করেছিলেন ট্রাম্প।

/এসআইএন

Exit mobile version