Site icon Jamuna Television

পটুয়াখালীতে যৌথবাহিনীর অভিযানে পিস্তলসহ বিএনপি নেতা আটক

ষ্টাফ ক‌রেসপন‌ডেন্ট, পটুয়াখালী:

পটুয়াখালীতে মির্জাগ‌ঞ্জে যৌথবা‌হিনীর অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ বিএন‌পি নেতা মোঃ জাহাঙ্গীর ফরা‌জি‌কে আটক করেছে যৌথবাহিনী। বৃহস্প‌তিবার (৭ নভেম্বর) ভোরে মির্জাগঞ্জ উপজেলার উত্তর সু‌বিদখালী এলাকার নিজ বাসা থে‌কে তাকে আটক করা হ‌য়।

আটক ব্যক্তি উপজেলা বিএন‌পির সাধারণ সম্পাদক ও মির্জাগঞ্জ উপজেলার মৃত মোতালেব ফরাজীর ছেলে।

আটকের বিষয়টি নি‌শ্চিত ক‌রে‌ সেনা কর্মকর্তা ক্যাপ্টেন রিমান রাফিন নিশাত বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চা‌লি‌য়ে জাহাঙ্গীর ফরা‌জি‌র বাড়ি তল্লাশি করা হয়। এসময় বাড়ির দুটি ভিন্ন কক্ষে লুকিয়ে রাখা যুক্তরাষ্ট্রের তৈরি একটি অত্যাধুনিক ৭.৬৫ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অস্ত্র উদ্ধারের প‌রে তা‌কে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার বলেন, বিএন‌পি নেতা জাহাঙ্গীর ফরা‌জি‌কে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তু‌তি চল‌ছে বলে জানান তিনি।

/এসআইএন

Exit mobile version