Site icon Jamuna Television

ট্রাম্পের জয়ের পর চাঙ্গা যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার

ট্রাম্পের বিজয় নিশ্চিতের পরপরই চাঙ্গা হয়েছে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার। তবে দরপতন হয়েছে এশিয়ায়। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিটের তথ্যানুযায়ী রেকর্ড উচ্চতায় পৌঁছেছে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার।

ডলার ও বিটকয়েনের মূল্যও করেছে রেকর্ড। আট বছরের মধ্যে বুধবার (৬ নভেম্বর) এক দিনে মার্কিন ডলারের সর্বোচ্চ মূল্যবৃদ্ধি হয়েছে। বিটকয়েনের দামও এযাবৎকালের সর্বোচ্চ উচ্চতায় উঠেছে।

যুক্তরাষ্ট্রের ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ ৩ দশমিক ৫৭ শতাংশ, এসঅ্যান্ডপি ৫০০ এবং নাসডাক সূচক বেড়েছে ২ দশমিক ৯৫ শতাংশ। ইউএস ট্রেজারি গত ৪ মাসের মধ্যে সবচেয়ে বেশি প্রায় ৫ শতাংশ বেড়েছে।

অন্যদিকে, ট্রাম্পের জয় নিশ্চিতের পর এশীয় বাজারে কমেছে শেয়ারের দাম। চীনের সিএসআই সূচক নেমেছে প্রায় ১ শতাংশ, সাংহাই কম্পোজিট ইনডেক্স নেমেছে শূন্য দশমিক ৭ শতাংশ।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল পর্যন্ত দক্ষিণ কোরিয়ার কেওএসপিআই সূচক নেমেছে প্রায় ২২ শতাংশ। বহুদিন ধরেই যুক্তরাষ্ট্রের রফতানিকৃত পণ্যের ওপর শুল্ক উচ্চ-মাত্রায় বাড়ানোর কথা বলে আসছিলেন ট্রাম্প। যার প্রভাবেই এমন দরপতন বলছেন বিশ্লেষকরা।

/এএম

Exit mobile version