Site icon Jamuna Television

গেন্ডারিয়ায় অটোরিকশাচালক হত্যার ঘটনায় গ্রেফতার ৩

প্রতীকী ছবি

রাজধানীর গেন্ডারিয়ায় দুই ব্যাটারিচালিত অটোরিকশাচালক হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগ পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, ফজলে রাব্বি ওরফে কালা, মাইকেল ও ইমরান।

আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ছালেহ উদ্দিন।

তিনি জানান, গত ২১ সেপ্টেম্বর গেন্ডারিয়া এলাকায় আততায়ীর ছুরিকাঘাতে নিহত হন অটোরিকশাচালক জিন্নাহ। এর ১৫ দিন পর একই কায়দায় হত্যা করা হয় আরেক রিকশাচালক আনোয়ারকে। থানায় আলাদা দুটো মামলা হলে নড়েচড়ে বসে পুলিশ। আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অপরাধের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করে গেন্ডারিয়া থানা পুলিশ।

ওয়ারী বিভাগের ডিসি জানান, গ্রেফতারকৃতরা অটোরিকশা ছিনতাই চক্রের সদস্য। আসামিরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, যার সূত্র ধরে চক্রের বাকি সদস্যদের গ্রেফতার করতে কাজ করছে পুলিশ।

/এএম

Exit mobile version